শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়েতে মাঠে গড়াবে বাংলাদেশ-ভারত মহারণ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।

২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারও টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল হিসেবে নামছে। দারুণ ফর্মে থাকা টাইগার যুবারা তাদের সবশেষ ২৮টি যুব ওয়ানডের মধ্যে ১৭টিতেই জয় পেয়েছে। শুধু তাই নয়, এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেও মাঠে নামছে বাংলাদেশ।

তবে প্রতিপক্ষ ভারতও কম শক্তিশালী নয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল তারা। আইয়ুশ মাত্রের নেতৃত্বে এবারও শিরোপার অন্যতম দাবিদার ভারত। তরুণ তুর্কি ও সাম্প্রতিক সময়ের সেনসেশন বইভব সুরিয়াবংশী দলটির বড় ভরসা।

বাংলাদেশ দলের কোচ নাভিদ নাওয়াজ বলেন, প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবছেন না তারা। তার ভাষায়, “দুই দলই শক্তিশালী। আমরা আমাদের সেরাটা দিয়েই খেলব। অনেক আগেই এখানে এসে প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছি। আশা করছি জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে পারব।”

ভারতের বিপক্ষে ম্যাচের পর আগামী ২০ জানুয়ারি একই ভেন্যুতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৩ জানুয়ারি হারারেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে টাইগার যুবারা।

 

news