বিগ ব্যাশ লিগে সিডনি ডার্বিতে আগুন লেগে গিয়েছিল! শুক্রবার (১৬ জানুয়ারি) সিডনি সিক্সার্স সিডনি থান্ডারকে ৫ উইকেটে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে। কিন্তু ম্যাচের আসল নায়ক হয়ে উঠেছেন স্টিভেন স্মিথ—তার ঝড়ো সেঞ্চুরিতে ওয়ার্নারের দুর্দান্ত টনও কিছুটা ম্লান হয়ে গেছে। এছাড়া এই ম্যাচে দেখা গেছে বিগ ব্যাশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ওভার!
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে থান্ডার ৬ উইকেটে ১৮৯ রান তোলে। এর মধ্যে ডেভিড ওয়ার্নারের অপরাজিত ৬৫ বলে ১১০ রান ছিল চোখ ধাঁধানো! কিন্তু জবাবে সিক্সার্সের হয়ে স্মিথ এসে সবকিছু উলটে দেন। তিনি মাত্র ৪২ বলে ৫ চার ও ৯ ছক্কায় ১০০ রান করে দলকে জিতিয়ে দেন।
স্মিথের ঝড়ের একটা বড় মুহূর্ত ছিল ১২তম ওভারে—রায়ান হ্যাডলির বলে তিনি ৩২ রান তুলে নেন, যা বিগ ব্যাশের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ! প্রথম ৪ বলে ৪টা ছক্কা, তারপর নো-বল থেকে চার, আর শেষে দৌড়ে ৩ রান—পুরো ওভারটাই আগুন!
আরেকটা মজার মুহূর্ত—চতুর্থ ওভারে নাথান ম্যাকঅ্যান্ড্রুর বলে স্মিথ ১০৭ মিটার লম্বা একটা ছক্কা মারেন, যা স্টেডিয়ামের ছাদে গিয়ে পড়ে! দর্শকরা পাগল হয়ে যায়!
এই সেঞ্চুরি দিয়ে স্মিথের বিগ ব্যাশে চতুর্থ সেঞ্চুরি হয়, যা তাকে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে এগিয়ে রাখে। দলের জয়ও নিশ্চিত হয় এর সঙ্গে।
অন্যদিকে ওয়ার্নারের এটা ছিল বিগ ব্যাশে দ্বিতীয় সেঞ্চুরি, আর টি-টোয়েন্টি ক্যারিয়ারে দশম। কিন্তু দল হেরে যাওয়ায় তার ইনিংসটা পুরোপুরি ফল পায়নি।
আর বাবর আজম? তিনি সিক্সার্সের হয়ে ৩৯ বলে ৪৭ রান করেন, কিন্তু বিগ ব্যাশের মতো দ্রুত টুর্নামেন্টে এটা একটু ধীরগতির ছিল। স্মিথ যখন ঝড় তুলছিলেন, তখন বাবরকে সিঙ্গেল নিতে অস্বীকার করেন স্মিথ—যাতে পাওয়ার সার্জে নিজে স্ট্রাইক পান। পরে স্মিথ ৬
