উসমান দেম্বেলে যেন আগুন হয়ে জ্বলে উঠলেন! দলবদলের সব গুঞ্জনকে পাশে সরিয়ে দিয়ে দুটো দুর্দান্ত গোল করে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) আবার লিগ ওয়ানের শীর্ষে তুলে দিলেন তিনি। শুক্রবার নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে লিলকে ৩-০ গোলে হারিয়ে দুই ম্যাচ পর জয়ের মুখ দেখলো পিএসজি।
কয়েকদিন আগেই ফরাসি মিডিয়ায় খবর ছড়িয়েছিল—২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ী দেম্বেলে নাকি ক্লাবের নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কিন্তু কোচ লুইস এনরিক সেই খবরকে একদম ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। আর মাঠে নিজের জবাবটা দিলেন দেম্বেলে নিজেই—দুটো অসাধারণ গোল করে সবাইকে চুপ করিয়ে দিলেন!
ম্যাচের মাত্র ১২ মিনিটেই বক্সের বাইরে থেকে প্রায় ২০ মিটার দূরে দাঁড়িয়ে দেম্বেলে যে শট নিলেন, সেটা দেখে লিলের গোলকিপার কিছুই করতে পারেননি। বল সোজা জালে!
দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে আবার ম্যাজিক! চারজন ডিফেন্ডারের মাঝে দারুণ কায়দায় জায়গা বানিয়ে দেম্বেলে একটা সুন্দর চিপ শট করলেন। বল ক্রসবার ছুঁয়ে জালে জড়ালো, গোলরক্ষক বার্কে ওজার শুধু তাকিয়ে তাকিয়ে দেখলেন।
এই ম্যাচ দিয়ে পিএসজির জার্সিতে শেষ পাঁচ ম্যাচে দেম্বেলের গোল হলো চারটা। এর আগে টানা আট ম্যাচে গোল পাননি তিনি। আর ইনজুরি সময়ে বদলি হিসেবে নেমে তৃতীয় গোলটা করে দলকে আরও স্বস্তি দিলেন ব্রাডলি বার্কোলা।
ফরাসি কাপে নগরপ্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির কাছে হেরে যাওয়ার পর এই বড় জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য দারুণ স্বস্তির। ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পিএসজি এখন লিগের এক নম্বরে। লেন্স দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে (এক ম্যাচ কম খেলা), আর লিল ১০ পয়েন্ট পিছিয়ে চতুর্থ অবস্থানে।
