ইউক্রেনকে এফ-১৬  চালানোর প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের দুইজন পাইলট বর্তমানে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন।

তিনি বলেন, এরিজোনার টাকসনের বিমান ঘাঁটিতে তাদের প্রশিক্ষণ কর্মসূচীটি চলছে। এফ-১৬ জঙ্গি বিমান চালানো শিখতে ঠিক কতদিন লাগবে সেটি  তাদের প্রশিক্ষণের দক্ষতার উপর পর্যালোচনা করে জানানো হবে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।

এটি ছাড়াও অন্যান্য মার্কিন সামরিক বিমান চালানোর প্রশিক্ষণও তাদের দেওয়া হচ্ছে বলে জানায় মার্কিন বিমান বাহিনী। সোমবার দেশটির দুইজন সামরিক মুখপাত্র জানান, এরিজোনা এয়ার ন্যাশনাল গার্ডের  ১৬২তম ফাইটার উইং  প্রশিক্ষণটি পরিচালনা করছে। এর আগেও এ উইং ২৫ টি দেশের বিমান বাহিনীর সদস্যদেরকে এফ-১৬ জঙ্গি বিমান পরিচালনা করা শিখিয়েছেন।

আরেক কর্মকর্তা জানান, সামনে ইউক্রেনের ১০ জনেরও বেশী পাইলটের একই প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা রয়েছে। গত মাসে অবশ্য বাইডেন এবিসি নিউজকে বলেছিলেন, এ মুহুর্তে এফ-১৬ দরকার নেই ইউক্রেনের।

এনবিএস/ওডে/সি

news