ইউরোপের জ্বালানি ব্যয় বেড়েছে শতকরা ৩০০ ভাগ

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন জানিয়েছেন, গত গ্রীষ্ম থেকে রাশিয়া নাটকীয়ভাবে গ্যাস সরবরাহ কমিয়ে দেয়ার পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে জ্বালানি খরচ শতকরা ৩০০ ভাগ বেড়েছে। গতকাল বুধবার তিনি এই তথ্য দিয়েছেন।

ইউরোপীয় কমিশনের প্রধান বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বিকল্প উৎস থেকে গ্যাস কিনে রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের শূন্যস্থান অনেকটাই পূরণ করেছে এবং দক্ষতা বাড়িয়ে জ্বালানি ব্যবহার শতকরা ২০ ভাগ কমিয়েছে।

ভন ডার লিয়েন আরো বলেন, রাশিয়া আট মাসে গ্যাস সরবরাহ কমিয়েছে শতকরা ৮০ ভাগ যার কারণে ইউরোপে জ্বালানির দাম আকাশছোঁয়া হয়েছে। তারপর থেকে জ্বালানি খরচ শতকরা ৩০০ ভাগ বেড়েছে। কানাডার পার্লামেন্টের যৌথ অধিবেশনে যে বক্তৃতায় ভন ডার লিয়েন এসব কথা বলেন।

তিনি বলেন, গ্যাসের সরবরাহ কমিয়ে দিয়ে রাশিয়ার কর্মকর্তারা ইউরোপীয় ইউনিয়নকে প্রতারণা করতে চেয়েছিলেন। তবে এই পরিস্থিতি মোকাবেলায় গ্যাসের উৎপাদন বাড়িয়ে কানাডা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন মস্কোর ওপর ব্যাপকভাবে নিষেধাজ্ঞা আরোপ করে। জবাবে রাশিয়া আনেকটা বাধ্য হয়ে ইউরোপের অনেকগুলো দেশে গ্যাস সরবরাহ কমিয়ে দেয়।
খবর পার্সটুডে/এনবিএস/ ২০২৩/ একে 

news