এবার যুক্তরাষ্ট্রের আরকানসাসে টর্নেডোয় নিহত ৩

 প্রচন্ড ঝড় এবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যপশ্চিমে গত শুক্রবার আঘাত হেনেছে। ঝড়ে বাড়িঘর ও বিপনি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়, যানবাহন উল্টে যায় এবং গাছপালা উপড়ে যায়। আঘাত হানার আগে অনেক লোক নিরাপদ আশ্রয়ের খোঁজে আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যায়।

কর্তৃপক্ষ জানায়, আরকানসাসের উত্তরপূর্বের লিটল রক এলাকায় টর্নেডোর আঘাতে অন্তত ১ জন নিহত ও বহু আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত উইনে শহরের কাছে ২ জন নিহত এবং অনেক লোক ধ্বংসস্তুপের নীচে আটকা পড়েন।

ঝড় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যপশ্চিমের বিরাট অঞ্চলে আঘাত হেনেছে। সেখানে সাড়ে ৮ কোটি মানুষ বাস করে। প্রেসিডেন্ট জো বাইডেন যখন ঘুর্ণিঝড় বিধস্ত মিসিসিপি পরিদর্শন করেন সে সময টর্নোডো অন্যান্য অঞ্চরে আঘাত হানলো। মিসিসিপিতে ঝড়ে ২০ জনেরও বেশী নিহত এবং বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।

এনবিএস/ওডে/সি

news