অনাস্থা ভোটে জিতলেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

অবশেষে হাফ ছেড়ে বাঁচলেন বৃটিশ প্রধানমন্ত্রী, আপাতত ক্ষমতা ছাড়তে হচ্ছে না তাকে। সোমবার অনুষ্ঠিত অনাস্থা ভোটে বরিসের পক্ষে ভোটের পরিমাণ ৫৮.৮শতাংশ, তার বিপক্ষে ভোটের পড়েছে ৪১.২ শতাংশ। সংখ্যার হিসেবে এই পরিমাণ পক্ষে ২১১, বিপক্ষে ১৪৮ ভোট।

এই ভোটাভুটিতে বরিসের রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির সকল আইনপ্রণেতারা অংশগ্রহণ করে।

এর আগে কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতারাই অনাস্থা ভোটের আবেদন করার পর  নিজের প্রধানমন্ত্রিত্ব নিয়ে শঙ্কায় পড়েন বরিস জনসন। 

২০২০ সালে করোনা ভাইরাসের তীব্র সংক্রমণ চলার সময় প্রধানমন্ত্রীর সরকারি দপ্তর ১০ নং ডাইনিং স্ট্রিটে পার্টি করেন বরিস জনসন। এ বছরের শুরুতে সেগুলো ফাঁস হয়ে যায়। 

সাধারণ মানুষদের ঘরে বন্দি রেখে পার্টি করায় বরিস জনসনের ওপর ক্ষিপ্ত হন সকলে। তার পদত্যাগের দাবিতে আওয়াজ তোলেন অনেকে। 

news