আমেরিকার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে: ব্লুমবার্গ

আমেরিকার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা আবারো ব্যর্থ হয়েছে। গতকাল (বুধবার) মার্কিন সামরিক বাহিনী ও প্রতিরক্ষা বিজ্ঞানীরা হাওয়াই দ্বীপে এই পরীক্ষা চালান। মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগেনের বরাত দিয়ে ব্লুমবার্গ এ খবর দিয়েছে।

কী কারণে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে সে সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত কোনো তথ্য জানায় নি, শুধু বলেছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মুহূর্তে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটেছে।

পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার টিম গর্ম্যানের বরাত দিয়ে ব্লুমবার বলেছে, পরিকল্পিত ফ্লাইট প্রোফাইল সম্পর্কে যেহেতু প্রতিরক্ষা দপ্তর তেমন কোনো তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়নি, সেক্ষেত্রে এ সম্পর্কে কোন ধরনের তথ্য পাওয়াটাই হবে মৌলিক বিষয়।

মার্কিন সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে কনভেনশনাল ফ্রন্ট স্ট্রাইক কর্মসূচির আওতায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করে আসছে এবং মার্কিন অস্ত্র নির্মাতা কোম্পানি লকহিড মার্টিন এ কর্মসূচি পরিচালনা করছে। তারা চাইছে- শব্দের চেয়ে ৫ গুণ গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করতে যা সাবমেরিন এবং সমুদ্রে ভাসমান যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণ করা যাবে।

এর আগে ২০২১ সালের অক্টোবর মাসেও এই ক্ষেপণাস্ত্রের আর এক দফা পরীক্ষা ব্যর্থ হয়েছিল। এসব ব্যর্থতার পরও পেন্টাগন বলছে যে, তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অর্জনে সক্ষম হবে।খবর পার্সটুডে./এনবিএস/২০২২/একে

news