রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করলে জার্মান কোম্পানিগুলো পঙ্গু হয়ে যেতে পারে
জার্মানি ট্রেড ইউনিয়নগুলোর কনফেডারেশনের প্রধান ইয়াসমিন ফাহিমি বলেছেন, রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধ করলে জার্মানির শিল্প প্রতিষ্ঠানগুলো পঙ্গু হয়ে যেতে পারে।
গতকাল জার্মানির দুটি প্রভাবশালী পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ইয়াসমিন ফাহিমি এই হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেন। তিনি বলেন, রাশিয়ার গ্যাসের অভাবে অ্যালুমিনিয়াম, গ্লাস এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রিসহ দেশের পুরো শিল্প-কারখানা ধ্বংস হয়ে যাওয়ার হুমকিতে রয়েছে।
ইউক্রেনের চলমান সংকট নিয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে ইয়াসমিন ফাহিমের বৈঠকের একদিন আগে ট্রেড ইউনিয়ন নেতা এই কড়া হুঁশিয়ারি দিলেন। তিনি বলেন, দেশের শিল্প-কলকারখানার বিপর্যয় পুরো জার্মানির অর্থনীতি এবং কর্মসংস্থানের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে।
জার্মানি হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যার শিল্প-কারখানা প্রধানত রাশিয়া জ্বালানির ওপর নির্ভরশীল। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান নেতিবাচক অবস্থানের কারণে যদি রাশিয়া জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তাহলে ভয়াবহ পরিণতি বয়ে আনবে- এই ঝুঁকির বিষয়টি মূলত ইয়াসমিন ফাহিমি তুলে ধরলেন। ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করলে মার্কিন চাপে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। জার্মানিও তাতে শরীক হয়েছে।খবর পার্সটুডে /এনবিএস/ ২০২২/একে


