ওপেক প্লাসের তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত বিবেকের বিজয়: রাশিয়া

রুশ প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তেল রপ্তানিকারক দেশগুলোর জোট 'ওপেক প্লাস' তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত নেওয়ায় যুক্তি ও বিবেকের জয় হয়েছে।

সম্প্রতি 'ওপেক প্লাস' দৈনিক তেল উৎপাদন ২০ লাখ ব্যারেল হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে।

এ প্রসঙ্গে রুশ মুখপাত্র পেসকভ আজ (রোববার) আরও বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্মানজনক দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণে সহযোগিতা করেছেন। সৌদি আরব ও আমিরাতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক দুই পক্ষের স্বার্থ রক্ষা করছে বলে তিনি জানান।

রুশ প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র বলেন, ওপেক প্লাসের সিদ্ধান্তকে রাশিয়া ও মিত্রদের বিজয় হিসেবে দাবি না করে আমরা এটাকে যুক্তি ও বিবেকের বিজয় হিসেবে উল্লেখ করতে বেশি আগ্রহী।

এর আগে ওপেক প্লাসের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
 খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news