যুক্তরাষ্ট্র-সৌদি দ্বন্দ্বে রিয়াদের পক্ষ নিল ওপেক প্লাস দেশগুলো

দিনে ২০ লাখ ব্যারেল তেলের উৎপাদন কমানোর ঘটনায় সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি যে দ্বন্দ্ব দেখা দিয়েছে তাতে সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়েছে ওপেক প্লাসের সদস্য দেশগুলো। আন্তর্জাতিক বাজারে তেলের উৎপাদন ও মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষায় উৎপাদন কমানোর ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হলেও যুক্তরাষ্ট্র দাবি করছে সৌদি আরব অন্য দেশগুলোকে তেলের উৎপাদন কমাতে বাধ্য করেছে। 

চলতি মাসের প্রথম দিকে ওপেক প্লাসের ২৩টি সদস্যদেশ নভেম্বর মাস থেকে প্রতিদিন বিশ লাখ ব্যারেল তেল কম উত্তোলন করার সিদ্ধান্ত নেওয়ার পর যুক্তরাষ্ট্র বলছে- এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যাবে এবং রাশিয়াকে সমর্থন দিতেই মূলত সৌদি আরব এই পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রে তেলের দাম বৃদ্ধির কারণে দেশটির মূল্যস্ফীতি হয়েছে রেকর্ড পরিমানে। 
সৌদি আরব বলেছে, তেলের উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত মূলত ওপেক প্লাসের আওতায় এবং রাশিয়ার সাথে জোট বাধার কোন বিষয় এখানে ছিল না। রিয়াদ সুনির্দিষ্টভাবে বলেছে, তারা তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে না। সৌদি প্রতিরক্ষামন্ত্রী এবং রাজা সালমানের ছেলে যুবরাজ খালিদ বিন সালমান আমেরিকার বক্তব্যের জবাবে বলেছে, এই সিদ্ধান্ত ছিল সর্বসম্মত।

তার এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছে ওপেক প্লাসের এর সদস্য দেশগুলো। তারা বলেছে, সম্পূর্ণ সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ওপেক প্লাসের সদস্য দেশগুলো তেলের বাজার ব্যবস্থাপনার বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত দৃঢ়তার সাথে সৌদি আরবকে সমর্থন জানিয়েছে

news