যাপোরিযিয়ার হোটেল ভবনে হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করলো ইউক্রেন

যাপোরিযিয়ার হোটেল ভবনে হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করলো ইউক্রেন রাশিয়ার যাপোরিযিয়া অঞ্চলের একটি হোটেল ও রেস্টুরেন্ট কমপ্লেক্সে ইউক্রেনের সামরিক বাহিনী মার্কিন নির্মিত হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে অন্তত এক ডজন মানুষ হতাহত হয়েছেন।

াপোরিযিয়া অঞ্চলের মেলিটোপল শহরে গতরাতে স্থানীয় নয়টার দিকে এই হামলা হয়। যাপোরিযিয়া অঞ্চলটি সম্প্রতি ইউক্রেন থেকে গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে। শহরটিতে এক লাখ ৩০ হাজার মানুষের বসবাস রয়েছে।

হামলার কথা নিশ্চিত করেছেন শহরের গভর্নর এভেগনি বালিটস্কি। তিনি জানান, গতরাত ৯টার দিকে হামলাটি হয় যাতে আমেরিকার সরবরাহ করা এম-১৪২ হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনীর মোট ছয়টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র ভূপতিত করা সম্ভব হয়েছে। বাকি চারটি ক্ষেপণাস্ত্র ওই হোটেল ও রেস্টুরেন্ট কমপ্লেক্সে আঘাত হানে। এটি মূলত একটি বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। হামলায় বিনোদন কেন্দ্রটি একেবারে চুরমার হয়ে গেছে।

গভর্নর বালিটস্কি জানান, ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং দশজনকে হাসপাতালে নেয়া হয়েছে। এরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। হতাহতদের মধ্যে হোটেল কমপ্লেক্সের কয়েকজন কর্মী রয়েছেন।

হামলার পর প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়- কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে পড়েছে এবং ফায়ার ফাইটাররা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।
।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news