মার্কিন যুক্তরাষ্ট্র ‘মিথ্যার সম্রাট’: রুশ পার্লামেন্ট স্পিকার

মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘মিথ্যার সম্রাট’ বলে অভিহিত করেছেন রুশ পার্লামেন্ট দুমার স্পিকার ভিয়াচিস্লাভ ভলোদিন। তিনি ওয়াশিংটনের মানবতাবিরোধী অপরাধ তদন্ত করে দেখার জন্যও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি মূলত যে মিথ্যা অজুহাতে ঠিক ২০ বছর আগে মার্কিন সরকার ইরাকে আগ্রাসন চালিয়েছিল সে প্রসঙ্গে ওয়াশিংটনের বিরুদ্ধে বাক্যবাণ নিক্ষেপ করেন। ভলোদিন ২০০৩ সালের ৫ ফেব্রুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের দেয়া সেই কুখ্যাত বক্তব্য উদ্ধৃত করেন যেখানে পাওয়েল দাবি করেছিলেন, ইরাকে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এবং তা ধ্বংস করতে হবে। ওই চরম মিথ্যাকে পুঁজি করে আমেরিকা পরের মাসে ইরাকে আগ্রাসন চালায়।

পাওয়েলের ৫ ফেব্রুয়ারির বক্তব্যকে ‘বিশ্ব সমাজের সঙ্গে আমেরিকার অন্যতম সেরা প্রতারণা’ বলে মন্তব্য করেন রুশ পার্লামেন্ট স্পিকার। তিনি পাওয়েলের সেদিনের বক্তব্য স্মরণ করে বলেন, পাওয়েল সেদিন ইরাককে ‘গণবিধ্বংসী অস্ত্র প্রস্তুতকারক’ হিসেবে অভিযুক্ত করে প্রমাণ হিসেবে নিরাপত্তা পরিষদে এক শিশি ‘হোয়াইট পাউডার’ তুলে ধরেছিলেন। 

পাওয়েলের ওই প্রতারণামূলক বক্তব্য সত্ত্বেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরাক আগ্রাসনের অনুমোদন দেয়নি। কিন্তু আমেরিকা তার সকল অপকর্মের সহচর ব্রিটেনকে নিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরাকে আগ্রাসন চালায়।কিন্তু সারা ইরাক তন্ন তন্ন করে খুঁজেও কোনো গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি। এর আগে বাগদাদ শত শত বার দাবি করেছিল, দেশটির কাছে গণবিধ্বংসী অস্ত্র নেই।

রুশ স্পিকার বলেন, “মিথ্যা অজুহাতে পাঁচ লাখ ইরাকি নাগরিককে হত্যা করা হয়েছে, সেদেশের তৎকালীন প্রেসিডেন্টকে ফাঁসি দেয়া হয়েছে এবং দেশটিকে ধ্বংস করে ফেলা হয়েছে।” ভলোদিন বলেন, পাওয়েল পরবর্তীতে একথা স্বীকার করেছিলেন যে, তিনি নিরাপত্তা পরিষদে ‘ধাপ্পাবাজি’ করেছিলেন। ২০২১ সালের ১৮ অক্টোবর কলিন পাওয়েল ভবলীলা সাঙ্গ করেন
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে

news