ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীকে অব্যাহতি, নতুন প্রতিরক্ষামন্ত্রী গোয়েন্দা প্রধান

ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রাশিয়া অত্যন্ত তীব্রভাবে আবারও ইউক্রেনে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তার মধ্যেই দুর্নীতির অভিযোগে প্রতিরক্ষামন্ত্রী ওলেকক্সি রেজনিকভকে বদল করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ তার স্থলাভিষিক্ত হচ্ছেন।

সিনিয়র পার্লামেন্ট সদস্য ও সারভেন্ট অব দি পিপল পার্লামেন্টারি ব্লক প্রধান ডেভিড আরাখামিয়া বলেছেন, রেজনিকভকে অন্য মন্ত্রণালয়ের কাজে পাঠানো হচ্ছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘রণনীতি পরিবর্তনের কথা বলে।’  

গত বছর ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর কয়েক মাস আগে থেকেই সে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন রেজনিকভ। সম্প্রতি তার মন্ত্রণালয়ের উপর একাধিক কেলেঙ্কারির অভিযোগ উঠে। যার ফলে ওলেক্সিকে পদ থেকে সরিয়ে কিরিলোকে নতুন প্রতিরক্ষামন্ত্রী করার সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিয়ে ইউক্রেন সরকারের অন্যতম মুখপাত্র ডেভিড আরাখামিয়া বলেন, এখন থেকে কিরিলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন। যা এই যুদ্ধকালীন পরিস্থিতিতে খুবই যুক্তিযুক্ত। সময় এবং পরিস্থিতির জন্য শক্তিবৃদ্ধি এবং পুনর্গঠন খুবই প্রয়োজন। ভবিষ্যতেও পরিস্থিতি বুঝে এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে। শত্রুরা অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছে আর আমরা নিজেদের রক্ষা করার প্রস্তুতি নিচ্ছি।

অন্যদিকে মন্ত্রাণালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে ওলেক্সি বলেন, আমি যে মানসিক চাপ সহ্য করেছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি কিছুতেই লজ্জিত নই।

গত বছর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে মৌলিক খাদ্যসামগ্রীর জন্য বর্তমান দামের চেয়ে দু থেকে তিন গুণ বেশি দামে খাদ্য চুক্তি স্বাক্ষর করার অভিযোগ আনা হয়েছিল। এরপর থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাকে পদ থেকে অব্যাহতি দেয় জেলেনস্কি সরকার।

এনবিএস/ওডে/সি

news