সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ায় তুষার ঝড়ে ১০ জনের প্রাণহানি
সুইস আল্পস ও অষ্ট্রিয়াতে সপ্তাহ জুড়ে বেশ কয়েকটি তুষারঝড়ে অন্তত ১০জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
গত কয়েকদিন ধরে চলা তুষারঝড়ে সুইজারল্যান্ড ও অষ্ট্রিয়ার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিহতদের মধ্যে নিউজিল্যান্ড, চীন ও জার্মানির পর্যটকরা রয়েছে। তাদের সবাই এসময় অবকাশকালীন ছুটি কাটাতে ‘স্কি রিসোর্ট’ নামের একটি হোটেলে উঠেছিলেন। অষ্ট্রিয়ার আবহাওয়া দপ্তর চার নং সতর্কতা সংকেত জারি করেছেন। দেশটির পশ্চিমাঞ্চলে জরুরি ছুটি ঘোষণার পাশাপাশি স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, রোববারে পাঁচটি মৃতদেহের সন্ধান মিলে। নিহতদের মধ্যে ৫৯ বছর বয়সী একজন ছিলেন যিনি দেশটির পশ্চিম এলাকার টাইরলের বাসিন্দা ছিলেন। এছাড়াও স্কি প্রশিক্ষক সাংত এন্টন ও ৬২ বছর বয়সী হোহে আইফনার নামের দুজনের মৃতদেহ খুঁজে পায় স্থানীয় পুলিশ। মৃতদের তালিকায় ১৭ বছর বয়সী একজন নিউজিল্যান্ডের বাসিন্দা সহ চীন ও জার্মানের আরও দুইজন ছিলেন।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, চার নাম্বার সতর্কতা জারি করার অর্থ হলো-সামনে আরও বড় ধরনের তুষার ঝড়ের সম্ভাবনা রয়েছে। শীতকালীন সময়ে প্রায়ই দেশটিতে তুষার ঝড় সংঘটিত হয়ে থাকে।
এনবিএস/ওডে/সি


