মিরাকেল! ৪১১ দিন ধরে সংক্রমণের শেষে সেরে উঠলেন কোভিড রোগী, স্বস্তির শ্বাস ডাক্তারদের


৪১১ দিন ধরে কোভিড সংক্রমণ (Covid For 411 Days) ছিল এক প্রৌঢ়ের (UK Man)! শেষমেশ তাঁকে সংক্রমণ মুক্ত করা গিয়েছে বলে ঘোষণা করলেন ব্রিটিশ গবেষকরা। দীর্ঘদিন ধরে ভাইরাসটির জেনেটিক কোড বিশ্লেষণ করে শেষমেশ সঠিক চিকিৎসা খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছেন তাঁরা।
চিকিৎসকরা বলছেন, দীর্ঘদিন ধরে বারবার কোভিড ফিরে আসার ঘটনা নতুন নয়। এই সব রোগীদের প্রতিরোধক্ষমতা এতই দুর্বল হয়ে যায়, যে ভাইরাসটির সঙ্গে লড়াই করাই সম্ভব হয় না। কিন্তু তাই বলে এক বছরেরও বেশি সময় ধরে এভাবে আক্রান্ত হয়ে থাকার ঘটনা বেশ বিরল। যদিও এর আগে ৫০৫ দিন ধরে সংক্রমণ কাটিয়ে সেরে ওঠার আরও একটি নজির রয়েছে।
সেন্ট থমাস ফাউন্ডেশন ট্রাস্টের চিকিৎসক লিউক স্নেল জানিয়েছেন, এই ধরনের দীর্ঘমেয়াদী সংক্রমণ খুবই বিপজ্জনক হতে পারে। কারণ ফুসফুস থেকে শুরু করে নানা অঙ্গপ্রত্যঙ্গে প্রভাব ফেলছে ভাইরাস। কারও ফুসফুস যদি এত দিন ধরে দুর্বল হয়ে থাকে, তবে তা আবার আগের অবস্থায় ফেরা কার্যত অসম্ভব।   
৫৯ বছর বয়সি ওই রোগীর ক্ষেত্রে অবশ্য আগে থেকেই কম ছিল রোগপ্রতিরোধ ক্ষমতা। কিডনির অসুখে আক্রান্ত ছিলেন তিনি। কিডনি ট্রান্সপ্লান্টও হয়েছিল। এর পরে ২০২০ সালের ডিসেম্বরে তাঁর কোভিড হয়েছিল। সেই থেকে এই বছরের জানুয়ারি পর্যন্ত সংক্রমণ ছিল তাঁর শরীরে। কিন্তু তাঁর বারবার নতুন ভাইরাসের সংক্রমণ হচ্ছিল, নাকি তিনি প্রথম সংক্রমণেই আক্রান্ত হয়ে রয়েছেন– সেটাই ধরতে পারা প্রাথমিক চ্যালেঞ্জ ছিল চিকিৎসকদের কাছে। সে জন্যই অত্যাধুনিক ন্যানোপোর সিকোয়েন্সিং টেকনোলজির সাহায্যে চলেছিল ব়্যাপিড জেনেটিক অ্যানালাইসিস।
সেইমতোই চলে চিকিৎসা। কিন্তু সঠিক ও নির্দিষ্ট তথ্য না থাকার কারণে রোগী রেসপন্স করছিলেন না আশানুরূপ ভাবে। চিকিৎসক লিউক স্নেলের কথায়, ‘আমরা ভাবতে পারিনি, উনি প্রাণে বাঁচবেন।’ শেষমেশ প্যাক্সলোভিড এবং রেমডিসিভির– এই দু’রকম ওষুধ দিয়ে শুরু হয় চিকিৎসা। ‘মিরাকেল হয়ে যায়। হঠাৎই রেসপন্স করতে শুরু করেন উনি। এটা আমাদের জন্যও একটা দারুণ ব্যাপার। দীর্ঘদিন ধরে কোভিডে ভোগা রোগীদের চিকিৎসার একটা দিশা মিলল।’– বলেন ডক্টর লিউক স্নেল।

” খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news