অ্যাডেনোভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে শহরে, ঘরে ঘরে জ্বর, কী কী উপসর্গ দেখে সতর্ক হবেন

 চিনে করোনা ভয়ঙ্কর হয়ে উঠেছে। এ দেশে কোভিডের ঢেউ আসবে না বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্ক করলেও আতঙ্ক থেকেই গেছে। বিশেষ করে, এই সময়টাতে ঘরে ঘরে সর্দি, কাশি, গলা খুসখুস, জ্বর হচ্ছে। এইসব উপসর্গ করোনার কি না (Viral Infections) সে নিয়ে উদ্বেগ বেড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা নয় সর্দি-জ্বরের ভাইরাস অ্যাডেনোভাইরাসের (Adenovirus) প্রকোপ বেড়েছে। আপাত নিরীহ এই ভাইরাসই করোনার জাঁদরেল হয়ে উঠেছে। সেই সঙ্গেই রাইনোভাইরাস ও ইনফ্লুয়ে়ঞ্জা ভাইরাস (Viral Infections) ছড়াচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এখন আবহাওয়ার কোনও ঠিকঠিকানাই নেই। আজ গরম, তো কাল ঠান্ডা, পরশু বৃষ্টি। এই বদলটা (Change of Weather) এত ঘন ঘন হচ্ছে, জীবাণুরাও পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারছে। দ্রুত বংশবিস্তার করছে। আরও বেশি সংক্রামক ও ছোঁয়াচে হয়ে উঠছে। সর্দি-কাশির অ্যাডেনোভাইরাস, রাইনোভাইরাস করোনার চেয়েও বেশি ছোঁয়াচে হয়ে উঠেছে। সেই সঙ্গে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তো রয়েছেই। রেসপিরেটারি সিনসিটিয়াল ভাইরাসও (RSV) জ্বর, গলা ব্যথার কারণ।

কী কী উপসর্গ দেখে সতর্ক হবেন?

জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা তিন দিনের বেশি থাকলেই হাসপাতালে ভর্তি করতে হবে।

সর্দি-কাশি, ক্রমাগত নাক দিয়ে জল পড়া, গলা শুকিয়ে যাওয়া, গলায় ব্যথা হলে দেরি করা ঠিক হবে না।

দ্রুত শ্বাস নেওয়া, শ্বাসপ্রশ্বাসের সময় বুক ধড়ফড় করা, এই ভাইরাস সংক্রমণের (respiratory syncytial virus) লক্ষণ।

কীভাবে সতর্ক হবেন?

বিশেষজ্ঞরা বলছেন, এইসব ভাইরাসের (Adenovirus) ড্রপলেটও নাক-মুখ থেকে বেরনো জলকণার মাধ্যমে ছড়াতে পারে। তাই মাস্ক পরা খুবই জরুরি। কোভিডের কারণে আমাদের মাস্ক পরাতে অভ্যাস হয়ে গেছে, এই অভ্যাস বজায় রাখাই ভাল। তাছাড়া হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার, ভিড় এড়িয়ে চলা এগুলো মানতেই হবে।

বারে বারে হাত ধুতে হবে। বিশেষ করে বাইরে থেকে এলে হাত ভাল করে ধুয়ে, স্যানিটাইজ করে তবেই ঘরে ঢুকুন।

করোনা কমে গেলেও শেষ হয়ে যায়নি। আরও অনেকরকম  ভাইরাসও বেড়েছে। তাই পারস্পরিক দূরত্ব বজায় রাখা উচিত। এই সময়টাতে বেশি ভিড় বা জমায়েতে যাবেন না। বিয়েবাড়ি, সামাজিক অনুষ্ঠানে গেলে চেষ্টা করুন মাস্ক পরার ও স্যানিটাইজার সঙ্গে রাখার। সম্ভব হলে ভিড় এড়িয়ে চলবেন। বাচ্চাদেরও সামলে রাখবেন।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে

news