ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বাঁধা দিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুমকি উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিম জং উনের বোন কিম ইয়ো জং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোন সামরিক পদক্ষেপ নিলে পিয়ংইয়ং এটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করবে।

উত্তর কোরিয়া প্রশান্ত মহাসাগরে আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কখনো উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এসব ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করেছে। উত্তর কোরিয়া প্রশান্ত মহাসাগরকে ‘ফায়ারিং রেঞ্জে’ পরিণত করার হুমকি দেওয়ার পর কিম ইয়ো জং বলেন, প্রশান্ত মহাসাগর যুক্তরাষ্ট্র বা জাপানের সম্পত্তি নয়।

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমানগুলোর সঙ্গে যৌথ মহড়ার জন্য বি-৫২ বোমারু বিমান মোতায়েন করেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এটি উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে একটি ‘ফোর্স ড্রিল’।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশি সংবাদ বিভাগের প্রধান যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে জানিয়েছেন, গত সোমবার ওয়াশিংটন বি-৫২ বোমারু বিমান নিয়ে যৌথ মহড়া পরিচালনার মাধ্যমে এবং যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সামরিক মহড়ার পরিকল্পনা করে পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলছে।

এনবিএস/ওডে/সি

news