সুদানে যুদ্ধ চলছে, সারা দেশে ইন্টারনেট বন্ধ
সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) ও র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে যুদ্ধ চলছেই। তিন দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়নি। যুদ্ধ চলার মধ্যে আজ রোববার সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে।
স্কাই নিউজ আরাবিয়া জানায়, খার্তুমে মিসরীয় দূতাবাসের একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন।
খার্তুমের লোকেরা নিরাপদে বাইরে যাওয়ার আশায় সেনা সদরদপ্তরে এসে জড়ো হয়েছে। তাদের খাবার-পানি নেই। যুদ্ধ কবে বন্ধ হবে তাও তারা জানে না।
খার্তুমে নাইজেরিয়ার একজন মেডিকেল ছাত্র জানান যে, নিত্য প্রয়োজনীয় কোন কিছু পাওয়া না যাওয়ায় তিনি ও অন্যরা সুদান ত্যাগ করছেন। তিনি বলেন, তারা যুদ্ধের মধ্যে আটকা পড়েছেন। সেখানে খাদ্য ও পানি নেই।
খার্তুমের পশ্চিমে কামানের গোলা নিক্ষেপ করা হয়। এবং নগরীর উত্তরাঞ্চলে কালো ধুঁয়ার কুন্ডলি উড়তে দেখা যায়।
এক সপ্তাহ আগে এসএএফ ও আরএসএফের প্রধান দু’জেনারেলের মধ্যে ক্ষমতার লড়াই দেশটিতে সর্বাত্মক গৃহযুদ্ধে রূপ নেয়ার আশংকা বাড়ছে। ২০২১ সালের সামরিক অভ্যূত্থানের সাথে জড়িত এ দু’বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয় ৮ দিন আগে।
এসএএফ প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান ও তার ডেপুটি আরএসএফ প্রধান জেনারেল মোহাম্মাদ হামাদান দাগালো ওরফে হামিদতি বন্ধু থেকে এক চরম শত্রুতে পরিণত হয়েছেন।