রেডিও তেহরানের পেইজ আবারও ব্লক করলো মার্কিন কোম্পানি ফেসবুক

মার্কিন কোম্পানি ফেসবুক আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে রেডিও তেহরান বাংলা সার্ভিসের পেইজ ব্লক করে দিয়েছে। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বিশ্ব কার্যক্রমের অধীন রেডিও বাংলার বিরুদ্ধে নেয়া এই পদক্ষেপকে আমেরিকার ইরান বিরোধী রাজনীতির অংশ বলে মনে করে বিশেষজ্ঞরা।

রেডিও তেহরান বাংলার ফেসবুক পেইজের আটান্ন হাজারের বেশি ফলোয়ার রয়েছে। কোনোরকম সতর্কতা কিংবা নোটিশ ছাড়াই গত ২৪ মে'তে ফেসবুক কোম্পানি রেডিও তেহরানের পেইজ ব্লক করে দেয়।

রেডিও তেহরানের ফেসবুক পেইজের ইরান এবং বাংলাদেশের সকল অ্যাডমিনের আই-ডি'ও ব্লক করে দিয়েছে কোম্পানিটি। ফেসবুকের এই পদক্ষেপ থেকে মনে হচ্ছে তারা মার্কিন বিরোধী ইরানের প্রতিরোধকামী নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধ, হিজবুল্লাহ, ইন্তিফাদা এবং আমেরিকা ও ইসরাইল-বিরোধী দৃষ্টিভঙ্গি বস্তুনিষ্ঠভাবে প্রচার করার একমাত্র মিডিয়া রেডিও তেহরান। আন্তর্জাতিক অঙ্গনের সকল  ঘটনার সঠিক, সুস্পষ্ট ও সময়োপযোগী কভারেজ এই রেডিওর মাধ্যমেই দেওয়া হয়। ভারত ও বাংলাদেশসহ বিশ্বব্যাপী সকল বাংলা ভাষাভাষী মানুষের কানে মার্কিন ও পশ্চিমা আধিপত্যবাদ বিরোধী ইরানের নীতি এই রেডিওর মাধ্যমেই পৌঁছানো হয়। সে কারণেই বিশ্বের বলদর্পী শক্তি রেডিও তেহরানকে সহ্য করতে না পেরে এই পদক্ষেপ নিয়েছে।

ওয়ার্ল্ড সার্ভিসের বার্তা বিভাগ জানিয়েছে বিগত ১০ বছরে ফেসবুক কোম্পানি বিভিন্ন অজুহাতে বহুবার রেডিও তেহরান বাংলা সার্ভিসের পেইজ ব্লক করেছে। তবে বাংলা সার্ভিসের কর্মীদের নিরলস প্রচেষ্টায় নতুন পেইজ খুলে তাদের কার্যক্রম পরিচালনা করেছে। এভাবে অন্তত ৫ লাখ ফলোয়ার হাতছাড়া হয়েছে রেডিও তেহরানের।

ভিউয়ার এবং ফলোয়ার বিবেচেনায় ওয়ার্ল্ড সার্ভিসের রেডিওগুলোর সবচেয়ে জনপ্রিয় পেইজগুলোর শীর্ষে ছিল রেডিও তেহরান বাংলার পেইজ।

রেডিও তেহরান বাংলা ফেসবুকের এই পদক্ষেপকে গণমাধ্যমের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে ।খরব পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news