সন্ত্রাসবাদ-বিরোধী সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার

পাকিস্তানের সামরিক বাহিনীর তিন বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল চীন সফর করেছে। ৯ থেকে ১২ জুন পর্যন্ত সফরকারী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

সফরকারী পাকিস্তান প্রতিনিধিদলের কর্মকর্তারা চীনের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় এবং সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।।

বিবৃতিতে বলা হয়, ১২ জুন পাকিস্তানি প্রতিনিধিদল জেনারেল কামারুজ্জামানের নেতৃত্বে চীনা সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধান বৈঠক করেন। চীনের পক্ষে ওই বৈঠকে নেতৃত্ব দেন সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল ঝ্যাং ইউশিয়া।

দুই পক্ষই আন্তর্জাতিক এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করে। দু দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে দুই দেশের সেনা কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news