আমেরিকা বা মিত্ররা ভুল করলে ইরানের কঠোর জবাব পাবে

ইসলাামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তাহীনতা ও সংকটকে ইরানের জনগণ না দেখার ভান করে থাকতে পারে না। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, শত্রুরা যদি কোনো রকমের ভুল করে তাহলে তাদেরকে ইসলামি প্রজাতন্ত্রের পক্ষ থেকে কঠোর জবাব পেতে হবে যার কারণে তাদেরকে অনুতপ্ত হতে হবে।

গতকাল (বৃহস্পতিবার) ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে এক সমাবেশে দেয়া বক্তৃতায় একথা বলেন তিনি। প্রেসিডেন্ট রায়িসি মূলত আমেরিকা ও তার মিত্রদের মধ্যপ্রাচ্য অঞ্চলে শত্রুতা এবং অস্থিতিশীলতা সৃষ্টির তৎরতার প্রতি ইঙ্গিত করে বক্তব্য রাখেন। তিনি বলেন, এখন ইরান যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী এবং আমেরিকা যেকোনো সময়ের চেয়ে দুর্বল।  

প্রেসিডেন্ট রায়িসি বলেন, এ অঞ্চলের যেসব সরকার আমেরিকার সঙ্গে অপমানজনক সম্পর্ক বজায় রাখে তাদের প্রতি সেসব দেশের জনগণের ঘৃণা রয়েছে, কারণ আমেরিকা তাদের সম্পদ লুট করছে।

এর একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ইহুদিবাদী ইসরাইলে পৌঁছে সেখানকার নেতাদের সঙ্গে বৈঠকে ইরানের পরমাণু জ্বালানি কর্মসূচির বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, শেষ ব্যবস্থা হিসেবে তিনি ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবেন। এছাড়া, গতকাল বাইডেন ও ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ যৌথ ঘোষণায় সই করেছেন যাতে বলা হয়েছে, ইরানের পরমাণু জ্বালানি কর্মসূচির বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমেরিকা তার জাতীয় সক্ষমতার ভেতরে থেকে সবকিছুই করবে। তিনি ইসরাইলের চ্যানেল টুয়েলভকে দেয়া সাক্ষৎকারে বলেছেন, যদি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে কালো তালিকা থেকে মুক্ত করে পরমাণু সমঝোতা বহাল করতে হয় তাহলে আমেরিকা সেই সমঝোতা থেকে বেরিয়ে আসবে।  

প্রেসিডেন্ট রায়িসি তার বক্তৃতায় আরো বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার হস্তক্ষেপকে তিনি সংকট সৃষ্টি ছাড়া অন্য কোনোভাবে দেখেন না কারণ মার্কিন তৎপরতার ফলে প্রতিনিয়ত এ অঞ্চলে নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসবাদ ছড়াচ্ছে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news