বেলুন ফাঁটালেও চীনের সঙ্গে ঝগড়া চায় না যুক্তরাষ্ট্র, পিবিএস নেটওয়ার্ককে বাইডেন

যুক্তরাষ্ট্রের এয়ার স্পেসে চীনা বেলুনটি ফাঁটানোর পর দুই দেশের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র বলেছে, তার আকাশে উড়তে থাকা চীনা বেলুনটি গোয়েন্দা কাজে ব্যবহৃত হচ্ছিল। কিন্তু চীন বলেছে, তাদের বেলুনটি আবহাওয়া নিয়ে কাজ করছিল। তারা তাদের বেলুন ফেরত চায়।

বুধবার পিবিএস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমরা চীনের এই ঘটনার সঙ্গে পুরোপুরি প্রতিদ্বন্দ্বিতা করছি। কিন্তু আমরা কোনও সংঘাতে করতে চাইছি না।’

যুক্তরাষ্ট্রের ভাষায় চীনের বেলুনটি ছিল ‘স্পাই বেলুন’। সেটি ফাটানো নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি সত্ত্বেও তাদের সঙ্গে কোনওরকম ঝগড়ায় জড়াতে চাইছে না যুক্তরাষ্ট্র। এদিন স্পষ্ট করে এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

রোববার যুক্তরাষ্ট্রের আকাশে চীনের ‘স্পাই বেলুন’ দেখার পরই যুদ্ধ বিমান দিয়ে সেগুলিকে গুলি করে ক্যারোলিনা উপকূলে সমুদ্রের মধ্যে নামিয়ে দেয় মার্কিন সেনা। এরপরই ফুঁসে ওঠে চীন। তারা একপ্রকার জোর দিয়েই বলে যে, বেলুনটি শুধু আবহাওয়া নিয়ে গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছিল। হাওয়ার বেগে সেটি ভেসে যুক্তরাষ্ট্রের দিকে চলে যায়।

পেন্টাগন এর পাল্টা জবাব দিয়ে বলে, বেলুনটিকে উচ্চ প্রযুক্তির গুপ্তচরবৃত্তির কাজে লাগানো হচ্ছে বলে অনুমান তাদের। এদিকে ঘটনার পরেই মার্কিন নৌবাহিনী আটলান্টিক মহাসাগর থেকে ওই বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে। বর্তমানে তা খতিয়ে দেখছে মার্কিন সেনাবাহিনী।

সেদিনের ঘটনার পর পেন্টাগন দাবি করেছিল, বেলুনটির আকার ছিল তিনটি বড় বাসের সমান। গুলি করে তা ফাটিয়ে দেওয়ার পর আটলান্টিকে পড়েছে। সেসব টুকরো সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র। মনে করা হচ্ছে, এরপর পেন্টাগন আরও কিছু দাবি করতে পারে। তবে এরপর এখনও অবধি নতুন কোনও তথ্য মেলেনি যুক্তরাষ্ট্রের তরফে।

এনবিএস/ওডে/সি

news