ইউরোপের কোনো দেশ এখনো ইউক্রেনকে লেপার্ড ট্যাংক দেয়নি

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে লেপার্ড ট্যাংক দেয়ার জন্য যেসব দেশ জার্মানির ওপর চাপ সৃষ্টি করেছিল তারা কেউই কিয়েভ সরকারকে লেপার্ড ট্যাংক দেয়নি। অথচ জার্মানি গত মাসে প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা ইউক্রেনকে ১৪টি লেপার্ড-টু মেইন ব্যাটেল ট্যাঙ্ক সরবরাহ করবে।

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলয এই ঘোষণা দিয়ে ইউরোপের যেসব দেশের কাছে লেপার্ড-টু ট্যাংক আছে তাদেরকেও তা ইউক্রেনের কাছে পাঠানোর আহ্বান জানিয়েছিলেন। কিন্তু কোনো দেশ এখন পর্যন্ত ইউক্রেনকে একটি লেপার্ড ট্যাংকও দেয়নি। এ অবস্থায় জার্মানিতে অনুষ্ঠানরত মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় জার্মান চ্যান্সেলর আবারো ইউরোপের যেসব দেশের কাছে লেপার্ড ট্যাংক আছে তাদেরকে তা কিয়েভকে সরবরাহ করার আহ্বান জানান।

এরই মধ্যে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য সুইডেন, গ্রিস সুইজারল্যান্ড এবং তুরস্ক ইউক্রেনকে লেপাডৃ ট্যাংক দিতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে, ন্যাটো জোটের সদস্য হতে আগ্রহী সুইডেন এখনো সুস্পষ্ট কোনো প্রতিশ্রুতি ব্যক্ত করেনি। অন্যদিকে, ন্যাটো জোটের সদস্য হতে ইচ্ছুক আরেক দেশ ফিনল্যান্ড বলেছে- তারা ইউক্রেনকে লেপার্ড ট্যাঙ্ক দেবে কিন্তু কোনো সেনাকে প্রশিক্ষণ দিতে রাজি নয়।

এখন পর্যন্ত কানাডা, নরওয়ে, পর্তুগাল এবং পোল্যান্ডসহ কিছু দেশ ইউক্রেনকে লেপার্ড ট্যাংক পাঠাতে রাজি হয়েছে তবে ইউক্রেন যে ৩০০ ট্যাংকের দাবি জানিয়েছে এসব দেশ তার অর্ধেকও পাঠানোর প্রতিশ্রুতি দিতে পারেনি।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে

news