পশ্চিমাদের প্রতি ইউক্রেনে দ্রুত সামরিক সহায়তা পাঠানোর আহবান লিথুয়ানিয়ার

সীমাবদ্ধতা পরিহার করে প্রয়োজন হলে দেশটির ‘রেড লাইন’ অতিক্রম করে দ্রুততার ভিত্তিতে এগুলো সরবরাহের বিষয়ে জোর আহবান জানিয়েছেন বাল্টিক জাতিভুক্ত লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গাতিনাস নউসিদা।

সোমবার সিএনএনকে বলেন, আমরা হয়ত মনের মধ্যে বিশ্বাস করছি বিষয়টি কিন্ত বাস্তবে এর কোন অবস্থান আমাদের মাঝে নেই। বরং রাশিয়া ঠিকই ‘রেড লাইন’ অতিক্রম করে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এসময় পশ্চিমাদের প্রতি এক বার্তায় তিনি বলেন, আর সময় নষ্ট না করে দ্রুততার সঙ্গে একত্রিত হয়ে আমাদেরকে এক সিদ্ধান্তে পৌছানো দরকার যাতে করে কিয়েভে অস্ত্র সরবরাহ নির্বিঘ্ন করা যায়।   

ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য ভুক্ত এ নেতা ইউক্রেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ঝটিকা সফরকে স্বাগত জানিয়ে বলেন, তার এই সফর জোট মিত্রদের কাছে এক শক্তিশালী বার্তা পৌছে দিয়েছেন। দেশটি পশ্চিমাদের সহায়তা হতে বঞ্চিত নয় এটিও নিশ্চিত করেছে তার এই সফর।

এদিকে বাইডেন কিয়েভ সফরের সময় এক ঘোষণায় দেশটিকে আরও ছয় বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। এসব সহায়তার মধ্যে রয়েছে, এয়ার সারভেলিয়েন্স রাডার, এন্টি আর্মার সিস্টেমসহ নানা সামরিক সঞ্জামাদি। এর আগে মার্কিন এফ-১৬ জঙ্গী বিমান, যুদ্ধ ট্যাংক ও দূর পাল্লার মিসাইল সরবরাহের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ন্যাটো ও রাশিয়া প্রত্যক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে এমন সম্ভাবনা কিচুটা এড়াতেই যেন ওয়াশিংটন ও মিত্ররা ঘোষিত সামরিক সহায়তা পৌছানোর ক্ষেত্রে ধীরগতি অবলম্বন করছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

এনবিএস/ওডে/সি

news